তাঁর মেয়ে গোটা বিষয়টি নজরে নিয়ে আসে মায়ের। তাতে বাড়ির মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনা দেখে আর কালবিলম্ব করেননি তিনি। তৎক্ষণাৎ তিনি জামনগর পুরসভার খাদ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। জেসমিনের ফোন পেয়ে চমকে ওঠেন পুরসভার খাদ্য বিভাগের অফিসাররা। দ্রুত তাঁরা জেসমিনের বাড়িতে পৌঁছন পুরসভার অফিসাররা।
চিপসের প্যাকেটে মরা ব্যাঙ, টের পাওয়া গেল অর্ধেকটা খাওয়ার পরে! ভয়ংকর ঘটনা
June 19, 2024
0
Tags