Portugal vs Czech Republic, UEFA Euro Cup 2024: রোনাল্ডোর দীর্ঘ ফুটবল জীবনের ছায়া ক্রমশ যেন দীর্ঘতর হচ্ছে। আগের সেই ক্ষিপ্রতাও ম্লান। হেলায় হারাচ্ছেন গোলের সহজতম সুযোগ। বেলা যে ফুরিয়েছে, বেশ বোঝা যাচ্ছে। তবে কনসেসাও এবং চেক ডিফেন্সের সৌজন্যে রোনাল্ডোর গোল মিসের খেসারত শেষমেশ দিতে হয়নি পর্তুগালকে।
Euro Cup 2024: রোনাল্ডোর সহজতম সুযোগ নষ্ট, পিছিয়ে পড়েও, কনসেসাও-এর শেষ মুহূর্তের গোলে কোনও মতে অক্সিজেন পেল পর্তুগাল
June 18, 2024
0
Tags