বিনিয়োগ ও পরিকাঠামো সামিট যেটা হওয়ার কথা ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি সেখানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অসমে আসতে পারেন। এই সামিট সফল করার জন্য রোড–শো করা হবে। আর করিমগঞ্জ জেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। অসমের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা—কাছাড় এবং হাইলকান্দি।
করিমগঞ্জ জেলার নাম বদল করল অসম সরকার, কবিগুরুকে শ্রদ্ধা জানাতে হল ‘শ্রীভূমি’
November 19, 2024
0
Tags