কলকাতা থেকে উড়ে যাওয়া ইন্ডিগোর উড়ান ৪০ মিনিট ধরে পটনা বিমানবন্দরে নামতে পারেনি খারাপ হয়ে যাওয়া ট্র্যাক্টরের জেরে। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। এই ঘটনা প্রসঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানান, যে ট্র্যাক্টরটি রানওয়ের পাশে পড়ে ছিল, সেটি ঘাস কাটার কাজে ব্যবহার করা হত।
Tractor delays Plane Landing: রানওয়ের পাশে অকেজো ট্র্যাক্টর, কলকাতা থেকে উড়ে যাওয়া বিমানের অবতরণে বিলম্ব পটনায়
November 15, 2024
0
Tags