ম্যাচ শেষে মেদভেদেব ভূয়সি প্রশংসা করেন প্রতিপক্ষ সামরেজের। মজা করে তিনি বলেন, ‘আমি আগে ওর খেলা দেখেছি, কিন্তু এই লেভেলে খেলবে ভাবতে পারিনি। যদি সব ম্যাচে ও এভাবে খেলে, তাহলে ওর জীবন ভালো হবে। মহিলা, অর্থ, ক্যাসিনো সবই পাবে। আশা করব ও এরকমই খেলবে আগামী ম্যাচগুলোয় তবে আমি ওর মুখোমুখি হব না ’।
Australian Open- ‘এভাবে খেললে অর্থ, মহিলাসঙ্গ সবই পাবে’! অদ্ভূতভাবে প্রতিপক্ষের প্রশংসায় মেদভেদেভ
January 14, 2025
0
Tags