ফের নির্বাসিত হল পাক ফুটবল ফেডারেশন। সাম্প্রতিক সময় একাধিকবার ফিফার তরফে পাক সংবিধানে সংস্কারের জন্য আবেদন করা হয়েছে, যাতে স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচ হয়। যদিও তাঁরা সেই সুপারিশ না মানায় পাকিস্তানের কোনও ফুটবল দলই আর আন্তর্জাতিক ক্ষেত্রে অংশ নিতে পারবে না, যতদিন না সমস্যা মিটছে অর্থাৎ নির্বাসন উঠছে।
FIFA suspends Pakistan- FIFAর সুপারিশ না মানার জের! ফের নির্বাসিত পাক ফুটবল! খেলতে পারবে না কোনও আন্তর্জাতিক ম্যাচ
February 06, 2025
0
Tags